উদ্বাস্তুরা | দেবাশিস ভট্টাচার্য
কাঠুরিয়া কাঠ কাটো, মেঘ ভেঙে নদী ডেকে আনো,
আকাশ চৌচির হোক, অন্ধকারে সঘন বিদ্যুৎ
রঙের পাহাড়গুলি একে একে চূর্ণ করে চল,
কাঠুরিয়া আমাদের বিপ্লব বিষয়ে কিছু বল।
এখনো তো ঘর নেই, নদী নেই, উদ্বাস্তু জীবন
অনেক দশক গেল আমাদের কিছুই হল না
কাঠুরিয়া কাঠ কাটো, শব্দ হোক, আগুন ছড়াক
মেঘ ভেঙে নদী আনো, চল
আমাদের জীবনের ছিন্নমূল স্মৃতির কোটরে
স্পর্শ কর একবার, ভবিষ্যতের গল্প বল।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন