চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

গোলাপের বিদ্রোহী কর্ড

গোলাপের বিদ্রোহী কর্ড | শূন্যস্থান পূরণ


ওরা জানেনা-
বিদ্রোহী প্রেম, যুদ্ধ কিংবা বিপ্লবের অভিধান বিচ্যুত সমগোত্রীয় শব্দ।
যেখানে প্রত্যাখ্যাত প্রেমিকের বুকে আত্মঘাতী ডিনামাইট,
দ্বিধাহীন চোখের ভিসুভিয়াসে প্রেমোত্তাপহীন প্রেমিকার শবদেহ।
যা নিভৃত পৈশাচিক উল্লাসের নিষ্ঠুর প্রতিদান......
একই মিনারে সৈনিকের প্রেমাষ্ণু ঠোঁট কিংবা বিপ্লব-
যেখানে চূড়ান্ত মৃত্যু অথবা পুনর্জন্মের ভারী বাতাসে উড়ছে তোমার ছেঁড়া ওড়না.......।
ভাবতেই পারবেনা, প্রতিটা তাচ্ছিল্যের বুনো তট কতটা রুদ্র করেছে শীতল
চোখ, রুক্ষ মরুদ্যানের মত বুভুক্ষু!
যেখানে একসময় প্রেম ছিলো, আঙুলের ফাঁকে মিনতি ছিলো-
ছিলো ভাঁজ করা ফুল হাতা শার্ট, তেল মাথার গোছানো চুল, আর তেত্রিশটা গোলাপের ডায়েরী।
আজকাল ম্যানম্যানে রাবীন্দ্রিক সুরে আর পোষায় না, বমি পায় বিরহী উদ্যানে বৈকালিক অবগাহন;
গলায় পোষায় না ওয়াইনের ভারী পেগ।
বরং ঠোঁটের ফাঁকে সিগারেটের নিরুদ্বেগ ধোঁয়া অবাধ করেছে অপঘাত ঝরা বুক।
শোন,
তোমার পরাকরণের চোখে আমাকে ভীরু আততায়ী ভাবতে পারো-
তবুও, হয় রক্তাক্ত হবে তোমার ঐ অনাগ্রহী ঠোঁট অথবা পৈশাচিক প্রস্তরাকার বুক।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই