চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

বৃষ্টিবতি মেঘেরা

বৃষ্টিবতি মেঘেরা | ফিরোজ আহমেদ  


মিঠে রোদ ঝুলে আছে রসুইঘরের ঝুলবারান্দায়
টিয়ে পাখিরা ঝাঁক বেঁধে উড়ে যাবার পূর্বে
পতাকার কাছ থেকে রঙ নিয়েছিলো কি-না জানিনা
জানি শুধু বৃষ্টিবতি মেঘেরা বেশিক্ষণ ভাসতে পারেনা।

যারা খনন করে শস্য ফলায়
যারা মাথার জমিনে আকাশ বানায়
যারা শব্দে ফুঁ দিলে শব্দরা পাখি হয়ে উড়ে যায়
মৃত্যুর কফিনে মাটির গন্ধ ভালোবাসে যারা--
পতাকায় তাদেরও কিছুটা ভাগ ছিলো মহাজন!

ভাসমান মেঘদের আকাশবাড়ির ঠিকানাটা লিখে রাখো
ঝরে যাবার পূর্বে গায়ের কিছু গন্ধ তুলে নাও
লোভের মাতাল ঝড়ে ভুলে গেলে রসের যোগান
পথের নিকষ আঁধারে শোনা যায় বিরহের গান।


মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই