আমি আমার মতই...... । মুস্তাফিজুর রহমান
তুমি এমন কেন?
--কেমন?
মনের আনন্দ চোখে দেখাতে পার না,
মুখের হাসি চোখে ফোটে না,
অথবা নীরব আনন্দ খোঁজো।
--উত্তর নেই, নিশ্চুপ আমি।
দেখ দেখ, তুমি ঠিক ঠিক এমন করেই চুপ থাক।
কারন কি?
সবার মত আনন্দ কেন করতে পার না?
কেন আনন্দ নৃত্যে অংশ নাও না,
চুপ করে দেখে আনন্দ পাও?
--প্রতিটা মানুষ আলাদা চেহারায় মনের অানন্দের মিল থাকবে কিভাবে?
থাকতে পারে না?
--না,পারে না।
মানুষ সৃষ্টিগত ভাবে ভিন্ন,
শুধু সবাই এক হবার চেষ্টাই করি।
এক সাথে নাচি, এক সাথে গাই, হৈচৈ করি।
জীবন পার করি।
তুমি কি নিজেকে আলাদা প্রমান করতে চাইছ?
--না,
আমি ভালবাসি প্রকৃতিতে ডুবে যেতে তোমার সাথে।
ভালবাসি কোন বিকাল মাঠে দখিনা বাতাসে তোমার পিঠে হেলান দিয়ে বাতাসের ঘ্রাণ নিতে।
ভালবাসি তোমার শাড়ির সাথে রঙ মিলিয়ে পাঞ্জাবি পরে তোমার সাথে হাঁটতে।
ভালবাসি দগ্ধ তপ্ত রোদে ঘেমে তোমার ওড়নায় মুখ মুছতে।
ভালবাসি সবার চোখের আড়ালে কাক ডাকা ভোরে হাত ধরে মাটির পথে হাঁটতে।
ভালবাসি শীতের সকালে তোমার ব্যাবহৃত চাদর আমার গায়ে মুড়িয়ে রাখতে।
ভালবাসি তোমার রাঙানো চোখ সবার অগোচরে।
তাহলে??
--আমাদের এক রকম হতে চেষ্টা করতে হয়,
জানাতে অথবা অজানাতে এবং এটাই করে চলছি।
আমরা সৃষ্টিগত ভাবেই অন্যরকম,
তাই অন্যরকম হতে চেষ্টা করতে হয় না।
এটাই প্রকৃতি, এটাই সৃষ্টি নিয়ম।
আমি শুধু একই রকম হতে চেষ্টাও করতে পারি না,
অন্যরকম থেকেই ভাল থাকি।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন