চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

ক্রোধ

ক্রোধ । আরমানউজ্জামান


হে নগর প্রেতাত্মা!
চোখ রাঙিয়ে আর কত ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা বাড়াতে চাও
এই মৃত্যুর উপত্যকায়!

তোমার ইচ্ছের বিচরণ ভূমিতে
বড় কষ্টে নতজানু হয়ে আছি।
কেননা আমাদের হিম শীতল রক্তকণিকা
আজ হিমাংকের অনেক নিচে নেমে আছে।


মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই