ক্রোধ সেপ্টেম্বর ০৪, ২০১৭ লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ ক্রোধ । আরমানউজ্জামান হে নগর প্রেতাত্মা! চোখ রাঙিয়ে আর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে চাও এই মৃত্যুর উপত্যকায়! তোমার ইচ্ছের বিচরণ ভূমিতে বড় কষ্টে নতজানু হয়ে আছি। কেননা আমাদের হিম শীতল রক্তকণিকা আজ হিমাংকের অনেক নিচে নেমে আছে। মন্তব্যসমূহ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন