চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

হারিয়ে খুঁজি...

হারিয়ে খুঁজি...| মঞ্জুরুল হক


মেঘদূত ঢেকেছে আকাশ, কর্কশ বাতাসের ধ্বনি!
নিকষ তিমিরের সেই ভয়াল রাত্রে, খুঁজেছি তোমার
হাতছানি..

হাকালুকি হাওড়ে পানকৌড়ি হেসে, চুপটি মেরে লুকিয়ে
থাকা সেই দৃশ্যে
খুঁজেছি তোমার গম্ভীর কথন!
সবুজ তরুর শিশির অবগাহনে, ঈশান কোনে কোকিল
সুর ছন্দে, খুঁজেছি তোমার নূপুর নিক্কন..

হারিয়ে ফেলেছি নিম কাঠের জীর্ণ ফটোফ্রেম!
কিন্তু কি আশ্চর্য!! উইপোকার অধরে সেই

কাঠ খাওয়া ঘ্রাণে,
আমি তোমায় খুঁজে পেয়েছি..

নীলাভ আকাশ তলে
হঠাৎ মেঘ ডাকা বর্ষা ভোরে,
পরম ছোঁয়ায় আমি বৃষ্টিস্নাত স্পর্শ নিয়েছি!

অনুভূত চেতনায় ক্লান্ত আমি, অবশেষে তোমায়
খুঁজে পেয়েছি...|



মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই