চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

একা পথে নিসর্গ

একা পথে নিসর্গ । নাজমুন্নিসা নিঝুম


আজ কবিতার পারাবারে ছন্দের বারান্দা ধরে হেঁটেছি অনেকটা বিকেল
তারা ফিরে আসেনি
শুধু আমি ঘাসের উপর পা বাড়িয়েছি,
বিকশিত গোধূলীর কুয়াশার ফাঁকে,
চিরন্তন একা।
ভালবাসা চোখের কোণ ছেড়ে ঘাসে জমে থাকে
কখনো ফাকা দুপুরে হাঁটতে হাঁটতে বেলা গড়িয়ে যায়
শোঁ শোঁ আওয়াজ তুলে পাতারা পিনপতন নিস্তব্দতায়
অদ্ভুত রাস্তাগুলো ললনার মত
কোথায় চলেছো নিসর্গ পিচঢালা পথ?
হয়তো আমার মতই অজানা........
ভাবতাম, একদিন বিকেলটা ঘুরে দাঁড়াবে
বিষাদের ফাঁকফোকড় থেকে জমে থাকা সুখেরা মিছিল নিয়ে বেরুবে
কোন এক অমাবস্যার রাতে, এক ঝাঁক জোনাকি হয়ে
হয়তো কোন একদিন জোছনা নামবে সামনের খোলা মাঠে
আমার মমতাময়ী মায়ের মত
হয়তো ঠিক এখানটায়, কেউ কবিতা নিয়ে বসবে আবার
এক কাল পরে আমার অবর্তমানে।

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই