অবসান | ইসরাত জাহান দোলন
হেমন্তের পড়ন্ত বিকেল,
সূর্য গলে গেছে
মরা নদীর স্বচ্ছজলে
বকের শুভ্র পাখায় তখন
অঘ্রাণের সোনালী রোদ,
আঁকাবাঁকা মেঠোপথ
বনফুলের সুগন্ধে ভরপুর।
অসম্ভব সুন্দর পৃথিবী, অদ্ভুত মায়া!
তবু কোথায় এক অদৃশ্য তাড়া
আলপথে কৃষকের বাড়ি ফেরা,
হুইসেল দিয়ে স্টেশনের কোলাহল
পেছনে ফেলে ছুটে চলে
বিকেলের শেষ ট্রেন
গন্তব্যে পৌঁছার কী অমোঘ তাড়া!
ভেসে আসা আযান আর শাঁখের ধ্বনিতে
লুটিয়ে পড়ার কী করুণ আকুতি!
তুলসি তলায় আনত সিঁদুর রেখার মত,
সিজদায় লুটিয়ে পড়ার মত,
দিনান্তের আলোকরশ্মির মত,
সুপারি বনের মাথায় অস্তগামী সূর্যের মত,
টুপ করে ডুবে যাব একদিন, একদিন...
আমার সবটুকু ভালোলাগা
তোমার চোখে দিয়ে ।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন