কোন কাননের ফুল | মোঃ আব্দুল সবুর
ইদানিং আমাকে একটি প্রশ্নের খুব বেশী সম্মুখীন হতে হচ্ছে। প্রশ্নটা এই, কখন বিয়ে করছি আমার বস শিবলু স্যারতো রীতিমত উঠে পড়ে লেগেছে আমার বিয়ে নিয়ে। স্যার আমাকে ছোট ভাইয়ের মত দেখতে পারে তাই বারবার তাগিদ দেয়, কারণ স্যার দেরিতে বিয়ে করেছিলো বলে এখনো আপসোস করে। স্যার বিবাহীত জীবন নিয়ে খুব বেশী সন্তুষ্ট। কথায় কথায় ম্যাডামের প্রশংসায় মেতে উঠে। কয়েক দিন ধরে র্মাচেন্ডাইজিং ম্যানেজার জিনা ম্যাডাম আমাকে একটি মেয়ের কথা বলছে। ম্যাডামের মতে মেয়েটি খুব ভালো। জীবনে অনেক কষ্ট করে নিজের অবস্থান তৈরী করেছে। আমার সাথে নাকি খুব মানাবে। ম্যাডামের কাছ থেকে নাম্বার নিয়ে ডাইরিতে লিখে নিলাম।
মেয়েটির নাম কানিজ (ছদ্মনাম)। রাতে ডাইরি থেকে নাম্বার নিয়ে ভাবছি কল দেব কিনা। যদি ও ম্যাডাম আমার ব্যাপারে তাকে বলেছে, তবু অদ্ভুত একটা অচেনা অনুভুতি হচ্ছে। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। দুরু দুরু বুকে তাকে ফোন দিলাম। পরিচয় দিতেই চিনতে পারল। মিনিট পাঁচেক কথা বলে ভাল লাগলো.............
সোনালী স্বপ্ন সকাল। আজ বিশ্ব ভালোবাসা দিবস। আজকের দিনটি আমার মনে অন্যরকম শিহরণ ছড়িয়ে দিচ্ছে। আমি আজ কানিজের সাথে দেখা করব প্রজাপতি পার্কে। তাই আজ এই বিশেষ দিনটি বিশেষ মানুষটির জন্য বেছে নিয়েছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম। বারবার নিজেকে আয়নাতে দেখছি। নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করছি। ভাল পারফিউম গায়ে ব্যবহার করলাম। খুব নার্ভাস বোধ করছি। নিজেকে প্রথম পরিচয়ে ভালো ভাবে উপস্থাপন করার কমতি রাখছি না।
এখন আমার ছোট্ট আকাশকে খুব বেশী মিস করছি। সত্যি সে যদি আমার আকাশ হতো। তাহলে আমি তার আকাশের মেঘ হতাম। সুখী মেঘ হয়ে ভেসে যেতাম। হয়তো বা কখনো অভিমানী বৃষ্টি হয়ে ঝরে যেতাম তার বুক থেকে .......









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন