চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

মানুষের হাটবাজার

মানুষের হাটবাজার । জুয়েল বড়ুয়া বাপ্পু


 (১)

জিইসি মোড়ে টংয়ের দোকানে পাঁচ টাকার চায়ের সাথে
মানবতা নামক শব্দটা ভিজিয়ে খেয়েছিলো মানুষ!
সে অনেক পুরনো কথা-
নতুন কথা
আজকাল সভ্য সমাজ মানদন্ড খুঁজে যায়
রক্তের রং লাল
এই ধ্রুব সত্যটার!!!
গুনে গুনে পয়তাল্লিশ বছর ধরে
গাঙপাখি উড়ে ঘুরে শশ্মানে শশ্মানে
বয়ে চলে বীরঙ্গনার বেদনা।

কবি তুমি চুপ থাকো!
রাজপথের স্লোগানে রাজস্বাক্ষীর জবানবন্দি
মাটির খুশবুর কথা বলে না
যে মাটি রক্তে ভিজেছিলো একদা!
আজ কুকুরের সাথে কুকুরে
মাদলে মাদলে বলে
ত্রিশ লক্ষ না ত্রিশ হাজার
মানুষ জানে না!-মানুষ বেচা কেনায় আছে মানুষের হাটবাজার।

(২)

আজ রাজপথে নাকি ভালোবাসা নেমেছে
গোলাপের স্লোগানে রোদের উল্লাসে পাগল প্রেমিক
পথের বাঁকেতে খুঁজছে মানবতা
চন্দ্রাবতী জোৎস্নারা!
সে পথ মাড়াইনি বহুকাল
নেই চন্দ্রাবতী!- নেই জোৎস্নারা!
পথের বাঁকেতে পড়ে আছে মানবতা!!
তবু রাজপথে গোলাপ রেখে পাগল প্রেমিক আবেগ কুড়িয়ে অবুঝ রয়
যদি লালনের মতো করে কেউ ভালবাসায় মানবতা আর মানুষের কথা কয়।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই