বোকার শহর । মুস্তাফিজুর রহমান
কিছু শূন্য সকাল মুড়িয়ে পাখি বানানো হয়,
উড়িয়ে দেয়া হয় তোমার আকাশে।
নীল কলমে লিখা হয়
"তুমি অসামান্য,অবাস্তব অধরা কেউ নও"।
অতঃপর..
রোদপোড়া সেই সত্য
মিথ্যে হয় জ্যোৎস্নায়!
আশাগুলো দগ্ধ হয়,
মিথ্যে হয় রোদদুপুর শহরে!
মন জানালায় খেলা করে একচিলতে রোদ্দুর,
নীলছায়া পড়ে মন মায়ায়,
অচেনা বাঁকে খুঁজতে থাকে তুমি অথবা প্রজাপতি ভালবাসা।
এক সময় ঘেমে হাঁপিয়ে উঠে ক্লান্ত শহরে।
সন্ধ্যার অপেক্ষায় চেয়ে থাকা সূর্য হেলে পড়ে।
অন্ধকার হয় পৃথিবী আসে জোছনা।
ভারি মন হালকা শরীরটা নিয়ে দুপা এক করে হাঁটে উদ্দেশহীন।
অন্ধকার গিলে অবিশ্বাসী মন, লিখে বারেবার-
"তুমি অসামান্য কেউ,
তুমি অসামান্য কেউ"।
কারন বোকার শহরটা কখনো তোমার বিকেল ছুঁয়ে দেখেনি।
তিন শতাব্দি ঠাঁয় দাঁড়িয়ে
অপেক্ষার প্রতিটা বিকেল পাতা উল্টে তোমাকে দেখেনি,
কোন চাঁদরাত ভরা জোছনায় একসাথে আলোয় ভিজেনি।
অথচ বেরসিক সূর্যদিন মেঘধূলো উড়ে শূন্য শহরে।
সাদা মন তোমাকে বন্দীর ষড়যন্ত্র করে,
সূর্যকে চরকা বানায়,
ঘূর্ণনে তার মাটির বুকে লিখে--
"তুমি সামান্য সাধারণ,
অবাস্তব অলীক কেউ নও,
অসামান্য কেউ নও".....
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন