চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

একটি চিঠির আত্মকাহিনী

একটি চিঠির আত্মকাহিনী । নিয়াজ উদ্দিন সুমন


এখন আর হৃদয় কুঠিরে
জমে থাকা অব্যক্ত কথামালা
দিয়ে তোমরা চিঠি লেখ না-
সব কথা সেরে নাও মুঠোফোনে।

এখন আর কলম নিয়ে
হয় না বসা আধুনিকতার পরশে,
ডাকপিয়ন ও অলস সময় কাটায়
ডাকঘরে বসে।

মনে পড়ে সেই দিনের কথা
একটি চিঠির জন্য কত অপেক্ষা
আমায় পেয়ে কেউ বা হত আনন্দে বিহবল
আবার কেউ বা হত দু:খে কাতর।

ডাক বাক্সগুলো ভরে যেত
কানায় কানায় বাহারি খামে
ডাকপিয়ন ও ব্যস্ত থাকতো
সদা আমায় নিয়ে।

ফেইসবুক, টুইটার, ইমেইল, হোয়াটসএপ থাকতে
কে আর অপেক্ষা করে আমার জন্য !
এখন আমি বড় একা - নিঃসঙ্গ
আমাকে ঘিরে শ্যাওলা জমেছে
বির্বণ হয়েছে গায়ের রং।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই