চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

কান্না

কান্না । হোসাইন শাওন    


ব্যস্ত পথে চলতে গিয়ে
একটু থমকে দাঁড়াই,
ছোট্ট ছেলের কান্নাটা যেন
হৃদয়ে নাড়া দেয় ।

বয়স আর কতই হবে,
পাঁচ কিংবা ছয়,
শীর্ণ দেহে জীর্ণ পোশাক
বুকের পাঁজর দেখা যায় ।

রাস্তার ধারে কাঁদছে বসে,
পা দুখানি মেলে,
একা মনে ভিজছে যেন
সকরুণ নয়ন জলে ।

কাছে গিয়ে জিঞ্জাসিলাম,
কাঁদছো কেন খোকা ?
বাবা - মা কোথায় তোমার,
কেন এখানে তুমি একা ।

বলল ছেলে, জম্মের পর চোখে দেখিনি,
বাবা আমার কেমন!
মা - ই আমার জীবন মরণ
মা - ই হল আপন ।

ঐ বাড়িতে কাজ করে মা,
ঐ বাড়িতেই খাটে,
সকাল বেলা বেরিয়ে পড়ে
ফিয়ে যে মা রাতে ।

তিন দিন হল সেই যে গেল
ফিরল না মা বাড়ি,
মাকে খুঁজতে খুঁজতে আমি
এসেছি বাড়ি ছাড়ি ।

দুই সকালে, দুই দুপুরে
এবং দুটো রাতে,
এক মুঠো ভাত এখনও যে
পেটে নাহি জোটে ।

বাবুদের বাড়িতে কিসের যেন
মহা আয়োজন,
ক্ষিদের জ্বালায় গিয়েছিলাম
যদিও পাইনি নিমন্ত্রণ ।

ছেড়া জীর্ণ কাপড় দেখে সবাই
তাড়িয়ে দিল আমায়,
আশা করে গিয়েছিলাম
তবু খেতে নাহি পাই ।

এঁটো খাবার ফেলছে তারা
খাবার শেষ হলে,
আবার একটু দাঁড়িয়ে যাই,
কুড়িয়ে আনব বলে ।

পাজি কুকুরগুলো তা ও দিল না,
খেয়ে নিল সবটা ,
ঘেউ ঘেউ করে তাড়াল আমায়,
পেলাম না কিছুটা ।

ক্ষিদের জ্বালায় এথায় বসে
কাঁদছি আমি তাই,
সবাই আমায় পর করিল,
মোর কষ্ট দেখার কেউ নাই ।


মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই