চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

একজন ঘুম ভাঙানির কাছে

একজন ঘুম ভাঙানির কাছে | শিস খন্দকার


আজ ভোরেও তুমি ডেকে দাও নি আমায়। ফজরের আযান হলো নৈঃশব্দের সুরে। ভোরের পাখিগুলো অযথা ডেকে ডেকে অস্থির। ভোরের অধিবেশনে মানসী বড়ুয়া বিষণ্ণ কণ্ঠে পাঠ করে গেছেন কয়েকপৃষ্ঠা দুঃসংবাদ । ভোরের ট্রেন বৃথা ছুটলো যাত্রিশূন্য দিগন্তে। রোজ ভোরের বাতাসে বাবার হাত ধরে হাঁটতে আসা মটকু মেয়েটা আজ হয়তো আকাশ দেখে ফিরে গেছে...

তোমার কাছে বিনম্র অনুগ্রহে আবদার, জীবনের বাকি দিনগুলোর ভোরে ডেকে দিও। 'সুপ্রভাত' জানাতে কৃপণতা দেখাবো না। তোমার ডাকে আমার ঘুম না ভাঙলে অভিশপ্ত হবে পৃথিবীর প্রতিটি প্রভাত।


মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই