স্বর্ণলতা । হাসনাত নাগাসাকি
অন্ধকারে দাঁড়িয়ে যে বৃক্ষটা
বাতাসের কানাঘুষা শোনে
আরো রাতে
তার দুর্ভাগ্যের সুতো উড়ে যায় পাখি।
ফড়িঙের লোভে?
পানকৌড়ি পাখি হলে আরো ভাল হতো,
অথবা কী লাভ!
শেকড়ের নখ খুঁটে
কেবলই নস্টালজিক হওয়া যায়
বাতাসে আওড়ানো কবিতার স্বাক্ষী
নির্বাক বৃক্ষ ও পাখি।
তারা সমঝদার বটে, কবি নয় কেউ।
সে এক স্বর্ণলতা ছিল
লতানো প্রেম ছিল তার চোখে, দেহে।
ফেলে কি এসেছি তাকে?
অথবা হয়নি দেখা কোনও সুবর্ণ আলোকে।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন