চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

পূর্ণিমা

পূর্ণিমা । ঈশ্বরী মহতাব


আমার পূর্ণিমা তুমি নাও
ফেরৎ না দিলেও যত্নে রেখো।

পূর্ণিমায় পঞ্চদশী চাঁদের মত কেউ
তোমার পাশে পাশে থাকবে
সেই তো চাও ?
না ?
তোমাকে তোমার চাওয়াটুকু দিতে কৃপণ নই আমি।

পূর্ণিমা আমার দু হাত ভরে নাও
ইচ্ছাপাখি ডানা মেলে উড়ুক না যত চায়
ওরা আমার মুঠির মত নরম ভীরু
তীব্র আবেগে ওদের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে
তুমি তাই চাও? চাও না তো?

পূর্ণিমার মায়ায় মুগ্ধ হয়ে বিভোর থাকো, এই-ই চাই আমি।

যাতে কোনও অশুভ মুহূর্তে
আমার গভীর অমাবস্যা
তোমায় গ্রাস না করে।

আমার পূর্ণিমা তুমি নাও
ফেরৎ না দিলেও যত্নে রেখো, যত্নে রেখো।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই