চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

ছেলেটা...

ছেলেটা... | এম. কে. ইসলাম (মাটির ময়না)


শেষটুকু দেখে যেতে চেয়েছিলো ছেলেটা
চেয়েছিলো ভালোবাসার করুণ সুরে মেয়েটাকে
আবৃত্তি করে শোনাবে তার কবিতা।
চেয়েছিলো সে সাদা পাঞ্জাবী
ঘোরলাগা স্বপ্ন আয়োজনে
হাত ছোঁয়ালে হবে সে অভিমানী।
শেষটুকু দেখে যেতে চেয়েছিলো ছেলেটা
নাগরিক সমাগম, সমাজ বাঁধন
সব ছেঁড়ে ছুড়ে তাকে নিয়ে বাউন্ডুলে হবে
একদম।
একটু চৈতালী আদর, কপল চুমি
সাথে আরো কিছু পাগলামি
চেয়েছিলো মেয়েটা ভালোবেসে বলুক
তুমি শুধু একজনই!

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই