টাইগার । হোমস সাঞ্জুর
টাইগার এখন মাঠে থাকে, ফেসবুকেতে বুকে থাকে, ভক্ত লোকের গায়েও থাকে!. .
টাইগার এখন চিড়িয়াখানায়, জাদুঘরের খুপরি কোনায়, শপিং মলের শোপিস ঘরে!
টাইগার এখন আনাচ কানাচ কিংবা শহর প্রান্ত গ্রামে, টাইগার এখন জ্যান্ত রূপক!
রূপক ভালো, আসল ভুয়া!
ভালো লাগে কালচে ছায়া!
যার রূপেতে রূপায়িত, তার আবাসের কেউ খবর রাখে?
কেমন আছে বনের বাঘে? বাঘিনী তার বাচ্চা বুকে?
কিংবা কেমন আছে ঐ কাঁটাবন, যার বুকেতে বাঘের জীবন?
আসল বাঘে আর মজে না, কৃত্রিমতায় মাত্রা নতুন, ভালো লাগে মাত্রা দ্বিগুন!
বন কেটে তাই উজাড় করো, কয়লা ঢেলে ময়লা করো, তেল ফেলে সব ধ্বংস করো!..
তাই বলি ভাই, বনের কী বা লাগে? পার্বত্যঞ্চলে গাছ কম আছে?
ম্যাশ মুশিরা টাইগার হলো, প্রজন্ম সব উন্মাতালে, দোয়া মাগে খোদার কাছে-
এ বাঘেদের রক্ষে করো!
টাইগার এখন রূপক ভালো, আসল বাঘের কদর ফিকে, বন্য প্রাণীর কী কাজ বলো?
তাই বলি, শ্লোগান তোলো, জোরসে বলো, আওয়াজ তোলো- "বন কেটে সব সাবাড় করো!"
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন