শোক । তিথি আফরোজ
কবর খোঁড়া হয়ে গেছে―
শোকের পালকে উড়ছে দোয়েল, শালিক, টিয়া
দীর্ঘশ্বাসের কফিন এখনো দৃষ্টির আড়ালে।
হরতাল, ধর্মঘট, মিছিল, মিটিং যে জাতির পথ্য
তার সবুজ চোখ স্বপ্ন বোনে, স্বপ্ন বিলিয়ে দেয়
শান্তির কপোত উড়িয়ে দেয় বিধ্বস্ত জনপদে...
অথচ বুকে তার অশান্তির বিভীষিকা; ধ্বংসের চোরাবালি
..........................................................প্রতি পদে।
আজ দাফন হবে―
বাংলার বাড়ন্ত ধানের লাশ অনেক কষ্ট নিয়ে ঘুমন্ত
আফ্রিকার বেনিনে জাতির আশা পুনরায় কেঁদেছে
সুখ নয়, অফুরন্ত শোক বুকে বেঁধেছে।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন