গ্রহণকাল | সায়ন্তী শাওনি
প্রিয় সূর্যের এখন গ্রহণকাল
নেই কোনো সবুজপ্রাণ,
এ যেন মৃতদের শ্মশান ।
চারিদিকে হিংস্র পশুরা মেতেছে জিঘাংসার উৎসবে,
এক একটি নিষ্পাপ প্রাণের মৃত্যু করুণ,
বিচার ? সে-তো প্রহসন।
মানবতা বিকিয়েছে গরু -ছাগলের বাজারে
সত্যকে করেছে দিকভ্রান্ত
রক্তিম সূর্য, তোমার আপন তেজে তেজোদীপ্ত হও।
তোমার পুণ্য রশ্মিতে আমরা অগ্নিস্নাত হই।
মানুষের ঘুমন্ত বিবেক জেগে উঠুক,
এই বাংলায় মানবতা আবার প্রাণ খুলে হাসুক।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন