চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

গ্রহণকাল

গ্রহণকাল | সায়ন্তী শাওনি


প্রিয় সূর্যের এখন গ্রহণকাল
নেই কোনো সবুজপ্রাণ,
এ যেন মৃতদের শ্মশান ।

চারিদিকে হিংস্র পশুরা মেতেছে জিঘাংসার উৎসবে,
এক একটি নিষ্পাপ প্রাণের মৃত্যু করুণ,
বিচার ? সে-তো প্রহসন।

মানবতা বিকিয়েছে গরু -ছাগলের বাজারে
সত্যকে করেছে দিকভ্রান্ত
রক্তিম সূর্য, তোমার আপন তেজে তেজোদীপ্ত হও।

তোমার পুণ্য রশ্মিতে আমরা অগ্নিস্নাত হই।
মানুষের ঘুমন্ত বিবেক জেগে উঠুক,
এই বাংলায় মানবতা আবার প্রাণ খুলে হাসুক।


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com, chilekothasahittobd@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই