শঙ্খচিল সেপ্টেম্বর ০৪, ২০১৭ লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ শঙ্খচিল । তিথি আফরোজ একটা কায়া মন বেয়ে শরীরময় দৌড়ে বেড়ায় কায়াটি ক্রমশ মায়ার পরশে মন পিঞ্জিরায় ঘণ্টা বেজেই চলেছে একদা খেজুরগাছে চড়বার কৌশল অজানা ছিলো এখন― শীতের সকালে রসের চিন্তা জিভে জল আনে খেজুরবিদ্যার পাঠ চুকিয়ে অনবরত রপ্ত করি আকাশে ওড়ার আদি-অন্ত পড়ন্ত বেলায়― বন্ধুর দৃষ্টিতে আকাশে উড়ছিলো আকাশে ওড়ার কৌশলী বর্ণমালা রপ্ত করা কঠিন নয়, কঠিনতর। আকাশে উড়ালে― অনন্ত অন্তরে শুভ্র মেঘের নাচন বৃষ্টিতে মাখামাখি হবে, বিশাল সমুদ্র একদৃষ্টে দৃষ্টি জুড়াবে... ওগো মায়া― ক্রমশ শঙ্খচিলের ডানার ঘ্রাণ পাচ্ছি ডানা জোড়া মোহমায়ায় আচ্ছন্ন দৃষ্টি অবয়বের ভিতর গুলিয়ে গেল চোখ, নাক, ঠোঁট তলিয়ে যাচ্ছে শঙ্খচিলের রঙে রঙ মিলিয়ে ছায়া ডুবিয়ে দিচ্ছে, অন্যরূপে ডুবি― ডুবি ডুবসাঁতারে... লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com মন্তব্যসমূহ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন