সোনাগাছির বিবেক । শাদ ইরশাদ
বিবেক বিক্রি করে দিয়েছি বেশ্যাপাড়ায়
এখন কেবল একজোড়া সেন্ডেলের
একখানাই সম্বল,
অন্যটি কচুরিপানার জলে ভাসতে ভাসতে
কোথায় যে গিয়ে ঠেকেছে কে জানে?
কত বৃষ্টির জল গড়ায় রাজপথ থেকে মহাসমুদ্রে
সে খবর কে রাখে,
তারচেয়ে বরং দৈনিক দুবার খরিদ্দার খোঁজে
আমার বিবেক বেশ্যাপাড়ায়,
আমি চুপচাপ দেখি কেবল, টুপটাপ জল ঝরে
চোখের কোণে অক্ষমতায়।
সেই ভালো, বাম স্তনের উপর
একখানা সেন্ডেল চেপে ধরে
চুপচাপ সয়ে যাওয়া, দেখে যাওয়া।
চাপাতির কোপে খাদিজারা মৃত্যুর প্রহর গুনুক,
কিংবা ফালি ফালি কাটা শরীর নিয়ে
বিশ্বজিতরা চিতার আগুনে পুড়ুক,
অথবা শকুনের থাবায় ছিন্নভিন্ন হোক
তনুদের যোনিপথ?
প্রতিবাদ করতে গেলেই
আমার দিকে ধেয়ে আসবে কিছু উদ্দত রাইফেল
আমার দিকে তেড়ে আসবে কিছু উদ্দত বেয়নেট
আমার গলার উপর একটি খয়েরি বুট এসে
চেপে ধরবে আমার কন্ঠস্বর।
আমাকে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়া হবে,
আমাকে বলা হবে- খামোশ।
কার এমন সাহস চাপাতির কোপ খায়?
তাই গহীনে অঙ্গার হয়ে চুপচাপ সয়ে যায়,
না হলে চাপাতির ভয়,
বোমার ভয়,
বেয়নেটের ভয়,
আমাকে ঘুমাতে দেবেনা অজস্র রজনী।
তাই আমার বিবেক খুব সস্তায়
বিক্রি করে দিয়েছি সোনাগাছিতে।
এখন একখানা সেন্ডেল বুকে চেপে
শান্তিতে (!) ঘুমাই,
মাঝে মাঝে গতরের টানে সোনাগাছি ঘুরে আসি
এইতো বেশ আছি, ভাল আছি।
কোনদিন যদি বৃষ্টির ছাট এসে লাগে আমার শরীরে
গা বাঁচাতে না পেরে শকুনের খাদ্য হবো
সেটুকু মেনে নিয়েই মুখে মুখোশ এঁটে
আপাতত বিবেকহীন সুখেই (!) আছি।
আর আমার বিবেক প্রতিদিন ধর্ষিত হোক
বিবেকহীন কিছু নপুংসকের হাতে।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন