কে জানে আমাকে দেখছ কিনা...
কে জানে আমাকে দেখছ কিনা... । কাজী জাহাঙ্গীর
কুয়াশা ভরা ভোরে আকাশের সাথে খুব ইচ্ছে করে চোখা-চোখি হই।
আবেগের খাঁজগুলো তোমাক ছুঁতে চেয়ে হঠাৎ যেরকম উদ্বেল হয়ে পড়ে
অনেকটা সেরকমই –
ঘর থেকে ছুটে বেরিয়ে আসি বারান্দায়,
নানান রকম ভাবনায় বেড়ে উঠা
মনের ভিতর অদৃশ্য দেয়ালগুলোর আচরণে অবতীর্ণ হয় অসংখ্য কুয়াশা পরত
তোমার মত আড়াল হয়ে থাকে আকাশ তাই।
আমি বাজপাখি হতে পারি না
কেউক্রাডাং কিংবা বিজয় শৃঙ্গ থেকে উড়ে এসে
ছোঁ মেরে নিয়ে যেতে তোমাকে।
দিগন্তের দিকে যে রাস্তাটা চলে গেছে
ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার উপর দিয়ে
নিস্তব্দ চাহনিতে সেদিকেই তাকিয়ে থাকি শুধু
বারান্দায় নিঃসঙ্গ একা,
সঙ্গী শুধু আকাশ মনির চুড়াগুলো, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ।
দূরে, মনে হয় অনেক দূরে...
বুঝতে পারি না আমাকে দেখছ কিনা
তুমি আর আকাশ।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন