চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

পাথর বাগান

পাথর বাগান | শূন্যস্থান পূরণ


চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্টের আলোয় একদিন নিখোঁজ হবে মৃতকায় বসন্ত
সেদিন, তুমি হন্যে হবে নিরাকার হলুদ-স্নানে; অবান্তর হলেও ছায়ায় শরীর হবে বিষাদাগার.......
আমি, সোডিয়াম আলোয় বিক্ষিপ্ত হবো যখন তখন;
এমনকি কোটি ছিন্ন মাংসের সাজোয়া বাইপাসে।
ফলতঃ অবশ আমার অন্তর-আত্মা......
সেদিন,
শহরের অচ্ছুত গার্বেজে আমার হাসি-খুশি সন্ধ্যা, দু-পা চওড়া ফুটপাতে রোজ সায়াহ্ন জ্যোৎস্না-ঘের
রাত গুলি ভীর ঠেলে আমার সিথানে জবুথবু হয়ে আদর মাখবে
তবে কি হিংসা লাগবে খুব?

তবুও-
অবহেলার নিষ্পেষিত জলাধারে
তোমার অণুরণিত সুতীব্র চিৎকার আন্তঃনগর প্লাটফর্মে দিশা হারাবে যন্ত্রনায়
বুকে কুঁচকানো কাগজের প্রেরকহীন হলুদ খাম মুচড়ে ধরবে হতাশা
সেই অদৃশ্য ক্ষণে প্রলাপের দরুন সুস্পষ্ট হবে একটা দোষারোপ শব্দ-
আজন্ম স্বা....র্থ....প....র'...


 লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই