ইচ্ছে | দীপেশ সরকার
যদি তোমার কমল স্পর্শে হৃদয়ের স্পন্দন স্পন্দিত হয়,
আমাকে আপন করে নেবে ?
তোমার হাতের অনামিকায় আমার হাতের আঁকিবুকি।
তোমার ঠোঁটে আলোর লুকোচুরি।
আশকারা দেবে?
যদি বলি আমি দিশেহারা হয়ে গেছি
যদি বলি তোমার প্রেমে আমার মতিভ্রম
আমাকে পাগল বলবে ?
ওই যে তোমার নূপুরে, চুড়িতে রুমঝুম
সকাল বিকাল অানমনে মিষ্টি সুরের গুনগুন।
ওই যে তোমার কানের ঝুমকো দুলগো
ওই যে মাথায় গোঁজা বনফুল
ওদের আমি ভালোবাসি।
তোমার ড্রয়িং খাতায় সমুদ্রের পাড়ে দাড়িয়ে থাকা একটা মেয়ে আর একটা ছেলে
বৃষ্টি ভেজা রঙমাখা প্রেমিকের দল স্কেচ-তুলিতে
ওরাই তো আমার কবিতা
তুমি পড়বে, জেনে বা না জেনে?
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন