চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

সারওয়ার রাফি

সারওয়ার রাফি ।। সারওয়ার রাফি


(১)
বিসুভিয়াস কিনে নিক, পাহাড়ের নাম
এক ছিন্ন হাহাকারে ভরে যাক বাজারের দরদাম
তবু বেড়ে উঠুক আস্বাদ, পরিতৃপ্তি,
রচনা আর কিছু দুরন্ত হতাশা।
(২)
মানুষের গান ভেসে যাবে ইতিহাসে,
ফুলের পাপড়ির মাঝে কোমল বেদনা,
আর একটি অশ্লীল গিটার সুর তুলবে
শহরের দামি চামড়ার।
সেই শহরের কাব্যিক ভাষা, উন্নত মানবিক
চিন্তা জড়ানো থাকবে পোকার শরীরে,
শুধুই অনুশোচনা।
(৩)
কবিতা থাকবে জাদুঘরে।
(৪)
আমি সারোয়ার রাফিকে চিনি না;
তিনি কে? কোনো কবি, কোনো দুশ্চিন্তা,
নাকি কোনো দুঃস্বপ্ন?
অথবা কোনো মৃতমুখ,
হতে পারে আততায়ী!
আমি জানি না?
(৫)
প্রেমিকার হাসিতে ভেঙ্গে পড়বে দালান,
যত্রতত্র যাবতীয় ঘর ভেসে যাবে ভবিতব্যের বন্যায়;
২৫টি অসুখ তাতে জন্ম নিবে,
আর সে অসুখে একটি মানবিক শাদা হাঁস
চিৎকার করবে।
(৬)
উৎসুক জনতা হারিয়ে যাবে তাদের নিজস্ব ঠোঁটে,
কেউ পড়বে না আর কবিতা অতঃপর,
কবি আবৃত্তি করবে তাঁর কবিতা,
রাষ্ট্র আবৃত্তি করবে তাঁর আইন,
জাতিসংঘ আবৃত্তি করবে আর্ত-মানবতা
আর প্রেমিকা আবৃত্তি করবে একটি অনাকাঙ্খিত সঙ্গম।
(৭)
মূলত, আমি এসব কিছুই জানি না,
জানি শুধু একটি বিশেষ ভুল-
“শত বৎসর পরেও আমি কবিতায় বাঁচি”

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই