একা ডাকবাক্স | নাজমুন্নিছা নিঝুম
জোনাকি হবি ?
চল, বাঁশবনে কুয়াশা নেমেছে
পদ্মজলে জোৎস্নারা হয়েছে হিমশীতল।
আমাদের কথা ছিলো মেঘের সাথে
ওপার দিগন্তে যাব
এই আধো আলো ছায়ায়
সুপুরি গাছের অন্ধকারের টোপর পেরিয়ে
দেখা হবে অজস্র নক্ষত্র, ছায়াপথ
দেখা হবে আমাদের।
একটি দেখার অপেক্ষায় কত অপেক্ষা পুড়ে যায়
কত নীল নক্ষত্র টুপ করে চুপ হয়ে যায়
আমাকে আর শুধাসনা
আমি ধুতরা ফুলকে মিষ্টি রোদে জ্বলে যেতে দেখেছি
খুব কাছাকাছি দূরত্বকে গিলে খেতে দেখেছি নির্জনতায়।
একটা ডাকবাকসো একা পড়ে আছে
পোস্টমাস্টারের ভারী চশমার নিচে দুটি চোখ
কারো হাতের পরশ একা পড়ে আছে, কারো কাচের চুড়ি,
কারো চিঠির খামে আকুলতা খুব,
বলতো একশো তিন বছর পর
কেউ ফিরে কিনা?
রাজুদের পড়ার টেবিলে কিসব বই
আমার ভীষণ ভালো লাগে ছাপার অক্ষর
ছাদের পুরোনো দেয়ালটাতে ঠেস দিয়ে
আমি ওসব শব্দ উড়ে যেতে দেখি।
লেখা পাঠান ই-মেইলেঃ chilekothasahitto@gmail.com









মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন