চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

অসীম নন্দনের দুটি কবিতা


দুটি কবিতা
অসীম নন্দন


অবসেশন

মগজের ফুলে দেখি পচন-সর্বস্ব কিরা হাস্য-পরিহাস করে। তোমরাও কিন্তু কম কৌতুক করো না। চোখ বন্ধ কইরা চাইয়া থাকতেছ। দেখতেছ, রিপু-সংকুল স্ট্যান্ডবাজি। নায়িকার বগলের গন্ধ পাওয়ার জন্য ছুকছুক করতেছ। পাও বা না পাও, পচনের গন্ধ ছড়াইতেছ ঠিকই। এইসব মেঘ ঠাসা হরতন দিনে, নীলছবি বুকে উল্কি আঁকতেছ গাঢ়। নায়িকারে কেমনে তোমরা মা আর মাল দুই নামেই ডাকো? চোখ দিয়া দেখো, নিদারুণ চটি-আনন্দে ফুলে কিরা জাগতেছে আরও। হ্যালো বঙ, আয়নায় দেখো অতি প্র্যাকটিশে লাল হয়া যাইতেছে তোমার পেছন।

ঘুষখোর

অপ-গুণে মরে যাইতেছে গাছ। চটি-আনন্দে তুমি টাকা-পয়সা হাতাও। এক হাতে তোমার মায়ের আঁচল আর এক হাতে তুমি নিজে। হিসাব-সংকুল এই আদালতে টিনের চশমার জয়-জয়কার চলে। টাকার রঙে সাদা-কালো চোখে তুমি মাছি-স্বভাব হাঁটা প্র্যাকটিশ কর। আমি বলতেছি না ভালো। আবার খারাপ কিনা তাও জানা নাই আমার। এই যে আজকাল নিরোধ-ব্যবহার-ই আধুনিক। আধুনিক ব্যবহার-ই ভালো। কিন্তু তুমি অতর্কিতে মেরে দিতেছ পেছন। বর্বর আচরণ। তুমি মজা লুটতেছ গাঢ়। ভাঙন-সম্পন্ন দিকে বেড়ে চলতেছ আরো। গাছগুলা করুণ চোখে তাকায়। ভিক্ষা চায় না তারা। তারা জানে বোটানি'র কসরত। কিন্তু তুমি তো জানো না।

----------------------------------------------------------------------------
 লেখা পাঠান- chilekothasahitto@gmail.com
----------------------------------------------------------------------------

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই