চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

অবলোকন


অবলোকন
তাসনিম রিফাত
তোমাকে দেখার জন্য একজোড়া বিবর্ধিত চোখ দীর্ঘকাল তুলে রেখেছি।

নিস্পন্দ বিন্দুর মতো নীরব থাকা নয়-
বরং জেগে উঠি যেকোন বিস্তারে,
প্রাচীন ধ্বনিতরঙ্গ ভেসে আসলে
আমিও চলে যাই ফসিলের কালে,
লোকে তারে স্মৃতিময়তা বলে?

পড়ন্ত বস্তুর মতো যা কিছু অর্জন কর তুমি-
যে ঘৃণা, হতাশা ও ভালোবাসা,
তার কতটুকু জমিয়ে রাখতে পারো?
তার কতটুকু সমগ্র ক্ষেত্র জুড়ে অধীর জেগে থাকে?

জেনেছি, মানুষ পায়না দেখা কোন প্রকৃত আলোর,
তাই সে অনুবীক্ষণ-দূরবীক্ষণ  প্রভৃতি বানিয়ে থাকে।
----------------------------------------------------------------------------
 লেখা পাঠান- chilekothasahitto@gmail.com
----------------------------------------------------------------------------

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই