চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

প্রেমিকারা



প্রেমিকারা

তাসনিম রিফাত


সে ছিল মহাদেশীয় হাওয়া
এবং গভীর সমুদ্রের টান,
উদ্বিগ্ন মেঘমালা-
শপথ করি! আবিষ্কার করেছি উদাসীনতায়।
দেখো ভালবাসা শীতল- ঠিক ঝড়ের মতো নয়,
এইভাবে তীব্র শীত আসে আর যায়-
.
বারান্দা দিয়ে প্রেমিকারা হেঁটে যায়,
তাদের উজ্জ্বল মুখ সবুজ এবং সুখী।
.
রক্তের ভেতরেই এতো বেশি মেঘ জমেছে,
বেদনা সালফারের মতো ঝাঁঝালো,
একটা নির্জন দ্বীপের একমাত্র নৌকার কথা
তুমি যতটুক ভাবতে পারো,
আমার দুঃখ ততখানি।
এতো চোখ জ্বলে উঠে বাতিঘরের মতো,
জোনাকি কিংবা আগুন নয় তারা,
আমার দামী দুঃখেরা- যেকোন সময়
ভীষণ একাকী।
.
বারান্দা দিয়ে প্রেমিকারা হেঁটে যায়,
তাদের লালচে মুখ গভীর এবং সুখী।
.
হায় আমার হারানো প্রেমিকা!
এক টুকরো হাসির বিনিময়ে
আমরা সবুজ আর বাদামির পার্থক্য ভুলে যাব?
আগুনের ভেতর তোমাকে অনুভব করেছি,
রক্তে গুঁড়োর মতো মিশে-
চুম্বনে চুম্বনে ফিরে আসা নাবিকদের মতো
মদিরা নদীর ভেতর স্মৃতিরা দূরযাত্রায়।
.
বারান্দা দিয়ে প্রেমিকারা হেঁটে যায়,
তাদের উজ্জ্বল মুখ ক্লান্ত এবং সুখী।

লেখা পাঠানঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই