চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

পুরুষপ্রেমিকার এলবাম থেকে


পুরুষপ্রেমিকার এলবাম থেকে
মীর হাবীব আল-মানজুর

চলিষ্ণু সবাক রাত, ভাষাহীন-নির্বাক ঘামছে
জল তার উৎসার, বাঁকহীন উদগার স্বল্প
এ ব্যথায় নিঃসাড়, দেহ শুধু শ্রান্তিতে কাঁপছে
আলোড়িত সরোবর, কাছময় দূর এক গল্প।

এইভাবে দুইচোখ আর্ত, সয়ে সয়ে সইছে না
আর, যেন  নিতে কোনো পারছে না ভার তার
ক্ষয়ে ক্ষয়ে ক্লান্ত দিন-রাত, যেন আর ক্ষইছে না
সে এক বালক তবু করে রুপসীর অনুকার।

এইখানে অইমন ছুঁই তার, কোন  সে কৌশলে
জানি না; বৃক্ষের মগডালে পাখি বসে ভাবছে কি
হৃদজ কুহেলিকা! কোন এক কিশোরের কূটচালে
পড়ে গিয়ে হ্রদে; একটুও তার কথা জানছে কি??

নাতিদূরে বসেও মাঝে তুলেছো প্রবল প্রাকার
বুকে বিঁধে রুধিময়-প্রাণবান দুরূহ পাহাড়।


লেখা পাঠানঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠার জনপ্রিয় বই


চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২৩’ এর নির্বাচিত বই



চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর নির্বাচিত বই