চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

লিনু কাব্য সিরিজ


লিনু কাব্য সিরিজ
ফুয়াদ শাহ্‌রিয়ার লিংকন

অথচ আমার দ্বিতীয় কোন সমুদ্র ছিলনা

দীপনেভা ঐ সন্ধ্যারাতে সমর্পিত এক লোহিত ঠোঁটে,
আমি এঁকেছিলাম আমার জীবন মানচিত্র,
যার স্বাধীন কোন পতাকা ছিলনা।

আমি কাঁটাতারের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছি!
নিজেকে করেছি আহত কত;
তবুও পেরুতে পারিনি তার সীমান্তপ্রদেশ কোন।

আমি পারিনি স্বীকার করতে, পারিনি মেনে নিতে,
না পেরেছি হারিয়ে যেতে মনের গহিনে তাহার।

আমি আবেগের পাহাড় টলাতে ঢিল ছুড়েছি শত,
একের পর এক করেছি আঘাত,
না পেরে শেষে অপুষ্ট শব্দকথায় করেছি কবিতার জুমচাষ।

আমার ভেতরের আমিকে প্রশ্নবানে জর্জরিত করেছি,
ব্যর্থ অভ্যুত্থানের দায়ে ফাঁসি চেয়েছি নিজেরই;
অথচ সে ছাড়া আমার দ্বিতীয় কোন সমুদ্র ছিলনা।


অথচ আমার দ্বিতীয় কোন সমুদ্র ছিলনা

কে তোমার প্রতিপক্ষ? তপ্ত বালুর বুকে ম্রিয়মাণ নদী?
নাকি শেষরাতে ছেড়ে যাওয়া দূরের ট্রেন?
কী চাই তোমার? অযত্নে ফোটা কোন বুনো গন্ধরাজ?
নাকি ঘ্রানহীন ফুলের নৈসর্গিক সৌন্দর্য?

তুমি কি জানো? কানাগলির মুখে - "বিকল্প পথে চলুন"
লেখা সাইনবোর্ডের মানে?
ভেবে দেখেছ কখনো? পাবলিক বাসের সংরক্ষিত মহিলা আসন কতটা অসম্মানিত করেছে নারীকে?

জানো কী তুমি? মৃতপ্রায় মাছের ঠোঁটে হাসি দ্যাখতে চাওয়ার অপরাধে শাস্তি পেতে হয় আজকাল।
এদিকে শাদাকে শাদা কালোকে কালো বলা যাবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জানো তো, এতসবের ভীরে মনপুকুরে যখনতখন পদ্ম ফোটাতে পারে এক শব্দচাষী;
যার তুমি ছাড়া দ্বিতীয় কোন সমুদ্র নেই!

লেখা পাঠানঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই