চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

কোনো এক মেষ পালয়িতাকে


কোনো এক মেষ পালয়িতাকে
মীর হাবীব আল মানজুর

অগণন বিরহের মর্ষকামে
যে জলের খোপায়
অযাচিত মেঘ বারবার আঁচড়ে আঁচড়ে চলে,
প্রখর, নোনতা এক, ধূর্ত-লড়াকু মরমি মৃত্যুচিন্তা নিয়ে
যে বিপত্নীক পরাগরেণূ বিধবা গর্ভমূণ্ডের জন্য লালায়িত হয়ে
উড়তে উড়তে কাঁদছে এমত পাখির মতো,
তুমি হে মেষপালনকর্তা তেমনি কবোষ্ণ কুশল নিয়ে,
পাগলের মতো অজস্র স্বগত পঙক্তি মুখে বিড়বিড় বিবিক্ত একাকী, মহাশক্তিধর জটাবদ্ধ!

ভ্রাম্যমাণ দূরবর্তী অশ্রুত সঙ্গীতের মতো সবুজের আরোহী হয়ে,
মেষ চড়াতে হরিৎ উপত্যকার খোঁজ সে আলেয়া মরুভূমির ভেতর চরছো, চরছো উত্তেজিত অবোধ্য স্বাধীনতাপিয়াসী মঞ্জুলের বনে।

তোমার দুদিকে ছড়ানো কেশউষ্ণীষ,
বাড়ন্ত দাঁড়িফুল,
গোফগুল্মের সুনীত বিন্যাস আহা! তোমার নিভৃত মন্দ্রকামী সুর, যা তুমি খুঁজে চলছো, খুঁজে চলছো আত্মার বিভূতিশ্রায়ী রহস্যের ভেদে, গজলে, নৈ:শব্দের সঙ্গীতে, আমার স্থিতিকাল খুঁজে চলে তোমার যাপনবিহার!
খুঁজে চলে ধূলা আবরিত তোমার পোশাকমহিমা!

খুঁজে চলে তোমার তোমার অনুরাগ-মানুষের মরম ছেয়ে ছেয়ে যে অন্তর্গূঢ় স্পর্শকাতরতা,
আলোক ভেদ করবার মহিম অভিজ্ঞান, সুষুম্নাস্থিত শুধু রয়ে সয়ে শুধু দূরবর্তী দর্শকের মতো পটে আঁকবার ইচ্ছে-যা করোটিক্ষেত্রে অনুত্তেজ নির্বাপকী ক্রিয়াকারক হয়ে আছে তোমার।
আমার ইচ্ছে পারাবতশিশু হয়ে শুধু ডানা ঝাপটে শুধু ডানা ঝাপটে, ডানা ঝাপটে ডানা ঝাপটে যেন চিৎকারে, রোরুদ্য-কান্নারুদ্ধ হয়ে কিসের অনুবর্তীতা যে চায়! আমার ইচ্ছা আমি অর্ধপরিজ্ঞাত হয়ে আছি।

এতো দূর থেকে, সীমাহীন স্বদেশি বিদেশ থেকে আমার আকাঙখা, হরিদ্রাভ আঙুর বনে উড়তে থাকা কালারব্লাইন্ড সবুজ প্রজাপতির চিত্রকল্প এঁকে দেয়।

কবিতায় নমিতস্বর ভালো লাগে আমার, ভালো লাগে অমিছিল ও ইনফিরাদী কান্না সেজদার।
আমার স্তব্ধতা স্মরণে আসে, স্মরণে থাকে ঝাউগাছ একাকী উঠানে দাঁড়িয়ে শির শির কাঁপা, তবু আমার ভেতর আমি এতো সোচ্চার ধ্বনি জেগে থাকা দেখি আমার তোমার কথা মনে পড়ে।

এতো পৃথুল সহগের মাঝে তুমি থাকো খুউব ভালো, আমাকেই কে আর বলবে মন্দযাপিত লোক!
এতো সশব্দতা ও সোচ্চারের মাঝে বলো হে মেষের পালয়িতা, আমি কিভাবে নিস্তব্ধতায় হিরণ ঝলোমলাতে দেখি!

হায়! পারিপাশ্বির্কতার করাল মায়া, আমাদের কতো নিঃসঙ্গ গান অনার্য হয়ে গেল!
অনার্য হয়ে গেল কতো পূত ইখতিয়ার!

লেখা পাঠানঃ chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই