চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

বব মার্লের গান



বব মার্লের গান
অনুবাদঃ সৌরভ মাহমুদ


[বব মার্লে ১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারিতে জামাইকাতে জন্মানো এক প্রাণ। যিনি তার গানে ও তার সমস্ত জীবন ও যাপনে কালোদের অধিকার প্রতিষ্ঠার এক কীংবদন্তি। তার অধিকাংশ গানই তুমুল রাজনৈতিক ও দুনিয়ারে পাল্টানোর আহ্বানে বুঁদ। 

মার্লে ছিলো রেগে শিল্পি এবং রাস্তাফারাই সংক্ষেপে যাদের রাস্তা বলা হতো। রাস্তারা মূলত একতাবদ্ধ আফ্রিকান জাতীয়তার চিন্তা লালন করতো। এবং খ্রিষ্টান ধর্মের নানা মতের মধ্যদিয়ে তারা বিশ্বাসে ও যাপনে একটা রাজনৈতিক চিন্তাক্ষেত্র নির্মাণ করেছিলো যার মধ্য দিয়ে তারা দুনিয়ারে দেখতো।

রাস্তারা মানুষে মানুষে বৈষম্যের দর্শন, সমাজ, রাষ্ট্র সমস্ত সিস্টেমকে একটা রূপকের মাধ্যমে ডিফাইন করতো। তারা এর নাম দিলো ব্যবিলন। ব্যবিলন একইসাথে বর্ণবাদ, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদ অর্থাৎ একসাথে সমস্ত বৈষম্যমূলক মতবাদ।

পৃথিবী কাঁপানো এই শিল্পি, এই যোদ্ধা ফুসফুস ও মস্তিষ্কের ক্যান্সারে ১৯৮১ সালের ১১ মে দেহত্যাগ করেন। আজও তিনি দুনিয়াব্যাপি নিপীড়িত মানুষ ও তাদের পক্ষের শিল্পিদের অনুপ্রেরণা হয়ে কাজ করেন।]


আফ্রিকা এক হও


আফ্রিকা, এক হও
কেননা আমরা এখন বেরিয়ে আসছি ব্যবিলন থেকে
এবং আমরা ধীরে এগুচ্ছি পিতৃভূমির দিকে

ভাবো কত সুন্দর আর শান্তির হবে
ঈশ্বর এবং মানুষের সামনে,
দেখা যাবে আফ্রিকানদের ঐক্য,
যেনো বলার পরই এটা হয়ে যাবে,
আমরা সেই রাস্তা সন্তান,
আমরা সেই শ্রেষ্ঠ মানুষদের সন্তান

তো আফ্রিকা, এক হও কেননা সন্তানরা আজ
ফিরতে চায় ঘরে
আফ্রিকা, এক হও কেননা আমরা বেরিয়ে আসছি
ব্যবিলন থেকে দূরে
এবং খাঁজ কেটে কেটে ফিরছি পিতৃভূমির দিকে

ভাবো কত সুন্দর আর শান্তির হবে
ঈশ্বর এবং মানুষের সামনে
সমস্ত রাস্তারা এক হয়ে যাবে

যেনো এটা বলবার পরই যাবে হয়ে
আমি বলছি সূর্যের নিচে যে আছে দাড়ায়ে
আমরা সেই রাস্তা সন্তান
আমরা সেই শ্রেষ্ঠ মানুষদের সন্তান

তো, আফ্রিকা, এক হও, আফ্রিকা, এক হও
এক হও তোমার মানুষদের মঙ্গলের জন্য
এক হও যতোটা দেরিতে তুমি ভাবছো তার চেয়ে দ্রুত
এক হও তোমার সন্তানদের মঙ্গলের জন্য
এক হও যতোটা দেরিতে তুমি ভাবছো তার চেয়ে দ্রুত

আফ্রিকা তোমার স্রষ্টা অপেক্ষা করছে
আফ্রিকা তেমার স্রষ্টা অপেক্ষায় আছে
আফ্রিকা, তুমি আমার পূর্বপুরুষদের ভিত্তি
এক হও বাইরের সমস্ত আফ্রিকানদের জন্য,
এক হও ভেতরের সমস্ত আফ্রিকানদের জন্য,
আফ্রিকা, এক হও



ব্যবিলন ব্যবস্থা


অস্বীকার করছি হতে
যা তোমরা আমাদের চাইছো বানাতে
আমরা যা আছি তাই
আর এভাবেই এটা হওয়া চাই,
যদি তোমরা এখন না করো, আমাদের শিক্ষিত করতে পারবে না
একই সুযোগ সু্বিধার জন্য
কথা বলবার স্বাধীনতা দাও আমায়
মানুষের স্বাধীনতা ও মুক্তি দাও

হ্যা, আমরা নির্দিষ্ট দিকেই যাচ্ছি
মোহময় সে দূর গন্তব্যের দিকে এগুচ্ছি
বিদ্রোহ, বিদ্রোহ করে
আমরা নির্দিষ্ট দিকেই যাচ্ছি
মোহময় সে দূর গন্তব্যের দিকে এগুচ্ছি, বিদ্রোহ করে

ব্যবিলন ব্যবস্থা হলো এক তক্ষক
প্রতিদিন চুষে খায় শিশুদের প্রাণ
আমি বলছি ব্যবিলন ব্যবস্থা হলো তক্ষক
চুষে খায় নিপীড়িত মানুষের রক্ত লোবান
আর গড়ে তুলে ইমারত আর বিশ্ববিদ্যালয়

নিয়মিত মানুষের সাথে করছে ধোঁকাবাজি
আমি বলি তারা কিছু করে না, স্নাতকধারী চোর ও খুনি তৈরি করা ছাড়া
আমাদের দিকে তাকাও
চুষে খাচ্ছে নিপীড়িতদের রক্ত লোবান

শিশুদের জানাও সে সত্য
শিশুদের জানাও সে সত্য
শিশুদের সে সত্য এখনই জানাও
সামনে আগাও, শিশুদের সত্য জানাও

আমরা ছিলাম চাওয়ার সাথে সাথে প্রাপ্য
বহুকাল হলো, এবার বিদ্রোহ করো

যখন থেকে আমরা ছেড়ে এসেছি তীর
আমাদের পিতৃভূমির
আমারা পদদলিত হচ্ছি, এখন

এখন আমরা জানি সবকিছু করতে হবে বিদ্রোহ
কারও সময় এসেছে কাজের প্রাপ্য বুঝে নেবার
আমরা প্রস্তুত, করো বিদ্রোহ


ব্যবিলন ধ্বংসের গান


আসো হে বন্ধু, আমরা পুড়িয়ে ধ্বংস করবো ব্যবিলন
আরও একবার, কন্ঠে ধ্বংসের গান ধরো
ব্যবিলন আরও একবার
সেই দুর্বলদের জন্য, হ্যাঁ তারা দুর্বল
সেই দুস্থদের জন্য, হ্যাঁ তারা দুস্থ
তো আগাও আরও একবার ব্যবিলন ধ্বংসের গান ধরো

আমি দেখেছি তাদের স্বপ্ন ও চাওয়া
ছিন্নভিন্ন হয়ে ছিলো তাদের মুখে
এবং যতো তাদের দুর্বল বাসনা ধ্বংস করবার চেষ্টা
মানুষের গতিকে

এবং এভাবে আমি জানি, এভাবে আমি জানি
রেগে গানে , চলো ব্যবিলন ধ্বংসের গান ধরো
বাজনাকে সঙ্গে নিয়ে , চলো ব্যবিলন ধ্বংসের গান ধরো
বাজনার তালেতালে, চলো ব্যবিলন ধ্বংসের গান ধরো
এই বাজনায়, আসো ব্যবিলন ধ্বংসের গান ধরো

আসো আমরা আরেকবার ধরি ব্যবিলন ধ্বংসের গান
সেই দুর্বলদের জন্যে, হ্যাঁ তারা দুর্বল
সেই দুস্থদের জন্যে, হ্যাঁ তারা দুস্থ
তো চলো আরও একবার ব্যবিলন ধ্বংসের গান ধরি

আহা গান, গান তুমিই অস্ত্র
কারও সাথে কথা বলবার, কথা বলো আমার সাথে
রাস্তাদের কন্ঠ তুমি তুলে আনো
ছড়িয়ে দাও মানুষের দ্বারে দ্বারে ছড়িয়ে দাও

এইভাবে আমি, এইভাবে আমি জানি, এইভাবে আমি, এইভাবে আমি জানি
এবং ঠিক এভাবেই আমি জানি
রেগে গান, গাও ধ্বংস, গাও ব্যবিলন ধ্বংসের গান,
গাও বেবিলন ধ্বংসের গান
রেগে গান, গাও ব্যবিলন ধ্বংসের গান
রেগে বাদ্য, গাও ব্যবিলন ধ্বংসের গান
রেগে ঝংকার, গাও ব্যবিলন ধ্বংসের গান
রেগে গান

উঠো, উঠে দাড়াও


উঠো, দাড়াও বুঝে নিতে অধিকার
উঠো, ছেড়ো না যুদ্ধের হাল

যাজক বলেনি তোমায় স্বর্গ এ পৃথিবীতেই থাকে
আমি জানি তুমি জানো না জীবন কী মুল্য রাখে?
চকচকে পাথর মানেই হয় না সোনা এবং
অর্ধেক গল্প তার কখনোই হয় না বলা,
তো এখন তোমার সামনে আলোর বাহার,
আসো, উঠে দাড়াও বুঝে নিতে অধিকার

উঠো, দাড়াও বুঝে নিতে অধিকার
উঠো, ছেড়ো না যুদ্ধের হাল

অনেক লোকে ভাবে আসমান থেকে ঈশ্বর নামবে এসে
সমস্ত মুছে যাবে আর সমস্তকিছুই মহান হয়ে যাবে
কিন্তু যদি তুমি জেনে রাখো জীবন কতটা মুল্য রাখে
তুমি তোমার ভেতর পৃথিবী দেখতে শিখবে,
এবং এখন তোমার সামনে আলোর বাহার
হ্যাঁ, উঠে দাড়াও বুঝে নিতে অধিকার

উঠো, দাড়াও বুঝে নিতে অধিকার
উঠো, ছেড়ো না যুদ্ধের হাল
উঠো, উঠে দাড়াও। জীবন শুধুই তোমার
তো আমরা পারি না ছাড়তে যুদ্ধের হাল,
উঠে দাড়াও বুঝে নিতে অধিকার, প্রভু, প্রভু,
উঠো, উঠে দাড়াও। লড়াই জারি রাখো
যুদ্ধে ছেড়ো না হাল

আমরা বিরক্ত ও ক্লান্ত তোমাদের মতবাদ আর প্রভেদের খেলায়
মরো আর যিশুর নামে স্বর্গে চলে যাও, প্রভু
আমরা বুঝেছি যখন জেনে গেছি
সর্বশক্তিমান এক জীবন্ত মানুষ্য প্রাণ
তুমি বরং কিছু মানুষকে বানাতে পারো বোকা,
কিন্তু পারো না একইসাথে সকলকে বোকা বানাতে
তো এখন আমাদের সামনে আলোর বাহার
আমরা দাড়াবো বুঝে নিতে অধিকার

তো ভালো হয় উঠো, উঠে দাড়াও, উঠে দাড়াও বুঝে নিতে অধিকার
উঠো, উঠে দাড়াও, ছেড়ো না যুদ্ধের হাল
উঠো, উঠে দাড়াও, উঠে দাড়াও বুঝে নিতে অধিকার
উঠো, উঠে দাড়াও, ছেড়ো না যুদ্ধের হাল


দাস চালক


দাস চালক টেবিলের দান পাল্টে গেছে
একটা আগুন ধরো যেনো তুমি পুড়ে যেতে পারো
দাস চালক টেবিলের দান পাল্টে গেছে
একটা আগুন ধরো যেনো তুমি পুড়ে যেতে পারো

প্রতিক্ষণ আমি শুনি চাবুকের চিড় খাওয়ার আওয়াজ
শীতল হয়ে আসে রক্তের ভাঁজ
আমি স্মরণ করি সেই দাসবাহী জাহাজে
আমাদের আত্মাদের করেছে নির্যাতন বর্বরতম সাজে
আজ তারা বলে তোমরা মুক্ত
শুধু দারিদ্র্যের শেকলে বাঁধতে
দারুণ প্রভু, আমি ভাবি এসবই মুর্খতা
এ এক মেশিন বানাতে চায় অর্থের জন্মদাতা

দাস চালক টেবিলের দান পাল্টে গেছে

ওহ প্রিয় দাস চালক টেবিলের দান পাল্টে গেছে
ওহ প্রিয় একটা আগুন ধরো যেনো তুমি পুড়ে যেতে পারো
দাস চাল টেবিলের দান পাল্টে গেছে
একটা আগুন ধরো যেনো তুমি পুড়ে যেতে পারো

প্রতিক্ষণ আমি শুনি চাবুকের চিড় খাওয়ার আওয়াজ
শীতল হয়ে আসে রক্তের ভাঁজ
আমি স্মরণ করি সেই দাসবাহী জাহাজে
আমাদের আত্মাদের করেছে নির্যাতন বর্বরতম সাজে

প্রিয় প্রভু বর্ষণ করো ক্ষমা আমাদের আত্মার তরে


লেখা পাঠান- chilekothasahitto@gmail.com

মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই