চিলেকোঠা ওয়েবজিনে প্রকাশিত সাহিত্যকর্ম ও অন্যান্য

‘আড়ালে থেকেও আলো ছড়ানো যায়’



‘আড়ালে থেকেও আলো ছড়ানো যায়’

(কবি ও কথাসাহিত্যিক রেদওয়ান খানের সাক্ষাৎকার)

রেদওয়ান খান, সভা-সঙ্ঘ ও কোলাহল থেকে দূরে থাকা কবি ও কথাসাহিত্যিক। নীরবে লিখে যেতে ভালোবাসেন। আমাদের নিয়মিত আয়োজন ‘ভাবনার সাতকাহন’ অনুষ্ঠানে রেদওয়ান খান আলাপ করেছেন তার সাহিত্য ভাবনা নিয়ে, কীভাবে তিনি শুরু করলেন, কীভাবে জড়ালেন সাহিত্যের মায়ায়! তার আলাপে উঠে এসেছে সমসাময়িক সাহিত্য জগতের চিত্র, প্রকাশকদের প্রতারণাসহ নানান বিষয়। এছাড়া, তিনি তার ‘মধুবাজ’ উপন্যাসের পরিকল্পনা, চরিত্রায়ন, উপাদান সংগ্রহ- এসব নিয়েও তিনি বলেছেন।

উল্লেখ্য, ‘মধুবাজ’ উপন্যাসটি চিলেকোঠা সাহিত্য সম্মাননা ‘নক্ষত্রের খোঁজে ২০২২’ এর শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হিসেবে নির্বাচিত হয়েছিল। এখানে বলে রাখা ভালো, এই পর্বটির নাম (‘আড়ালে থেকেও আলো ছড়ানো যায়’) আমরা ধার করেছি রেদওয়ান খানের একটি লাইন হতে। বরাবরের মতোই ভাবনার সাতকাহনের চতুর্থ পর্বটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন আখতার মাহমুদ এবং অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে ছিলো ‘একসাথে সব’ অনলাইন শপ।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনুন-



মন্তব্যসমূহ

দেশসেরা বুকশপ থেকে কিনুন চিলেকোঠার বই

চিলেকোঠা বেস্ট সেলার বইসমূহ

‘নক্ষত্রের খোঁজে’ প্রতিযোগিতা ২০২২ এর নির্বাচিত বই